
মোঃ তুষার, দাগনভূঞা সংবাদদাতা।।
ফেনীর দাগনভূঞা উপজেলায় সকল সিএনজি ফিলিং স্টেশনের নির্ধারিত স্থান চূড়ান্ত করা হয়েছে। এ কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।
সিএনজি স্টেশনগুলোকে নির্দিষ্ট স্থানে স্থানান্তর ও অবস্থান নির্ধারণের এই উদ্যোগ নেওয়া হয়েছে যানজট নিরসন, জনদুর্ভোগ কমানো এবং সুষ্ঠু শহর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে।
ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জানান,
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে যত্রতত্র সিএনজির জটলা সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি তৈরি করছিল। জনস্বার্থে এসব স্টেশনের স্থান নির্ধারণ জরুরি হয়ে পড়েছিল।
উল্লেখ্য, প্রশাসনের পক্ষ থেকে সিএনজি মালিকদের সাথে সমন্বয় করে নতুন স্থান নির্ধারণ করা হয়েছে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, দীর্ঘদিনের ভোগান্তির পর এমন পরিকল্পিত ব্যবস্থা শহরের পরিবেশ ও সড়কব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।