
নূরুল হক, মণিরামপুর (যশোর)।।
যশোরের মণিরামপুরে প্রায় ২ সপ্তাহ ধরে নিখোঁজ অনিক দাস (১৪) নামের এক কিশোর। অনিকের ফিরে আসার অপেক্ষায় প্রতিদিন তার মা-বাবা পথ চেয়ে থেকেও না ফেরায় অবশেষে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
খোঁজ খবর নিয়ে জানাযায়, অনিক দাস (১৪) গত ২ মে সকাল অনুমান ১০টা দিকে মণিরামপুর বাজারে আসার কথা বলে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফিরে যায়নি।
সেই থেকে অনিকের বাবা পরিমল আত্মীয়-স্বজনসহ ছেলের বন্ধু মহলের সবখানে খোঁজ নিয়েও ছেলের কোন সন্ধান পাননি। ছেলে হারানোর কষ্টে পিতা-মাতা পাগল প্রায়।
অনিক নিখোঁজের বিষয়ে আরো জানতে চাইলে তার মা বলেন, আমার ছেলে অনিক পাড়ার কারোর সাথে ঝগড়া বিপদ করে না। সবার সাথে মিলে মিশে খেলা ধূলা করে বেড়ায়।
আমার ছেলে কবে ফিরে আসবে বলে অঝোরে কাঁদতে থাকে এবং সকলের কাছে অনুরোধ জানিয়ে তার ছেলেকে কেউ সন্ধান পেলে ০১৭৪৬০১৫৩০৭ নম্বরের যোগাযোগ করার জন্য।
তার উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি, মুখমন্ডল গোলা আকৃতির, গায়ের রং-ফর্সা, নিখোঁজের সময় তার পরনে ছিল প্যান্ট ও জামা। সন্ধান দাতা তার পিতা পরিমল দাস, সাং-বালিয়াডাঙ্গা খানপুর, মণিরামপুর, যশোর।
নিখোঁজ অনিকের সন্ধান পেতে তার পিতা মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। যার নং-৫১৮, তারিখ-১২/০৫/২৫ইং।