
মো:রফিকুল ইসলাম,নড়াইল।।
নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের
পানতিতা খেয়া ঘাট থেকে পানতিতা মহাশ্মশান পর্জন্ত ১ হাজার মিটার পিচ ঢালাই সড়ক মেরামত করার কথা ধাকলেও কাজ বন্ধ করে দিয়েছে এলজিডি অফিস।
স্থানীয় গ্রাম বাসি সড়কটি পিচ ঢালাই এর জন্য মানববন্ধ করেন এবং দ্রুত সড়কের কাজ শেষ করার আহব্বান জানান। জানা যায়,এলজিডি অফিস থেকে টেন্ডারের মাধ্যমে ১ হাজার মিটার সড়কের কাজ ফকির এন্টারপ্রাইজ পেয়েছেন। ফকির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রোপাইটার ভিটো ফকির এর ঠিকাদার মো: রিয়াজুল ইসলাম (রিয়াজ)।
(১৩ মে) মঙ্গলবার বিকালে উপকারভোগী স্থানীয় গ্রাম বাসিদের মানববন্ধ শেষে মুঠোফোনে গণমাধ্যম কর্মিদের বলেন,আমরা এলজিডি’র মাধ্যমে পিচ ঢালাই এর নতুন সড়কের কাজ সুরু করি,চলমান কাজের মাঝ পথে বাধা হয়ে দাড়ায় পানি উন্নয়ন বোর্ড এবং তারই ধারাবাহিকতায় এলজিডি অফিস থেকে আমাদের জানানো হয় কাজটি স্থগিত রাখার জন্য।
এদিকে,পানতিতা খেয়া ঘাট থেকে পানতিতা মহাশ্মশান পর্জন্ত ১ হাজার মিটার পিচ ঢালাই সড়ক মেরামত না করায় ভোগান্তিতে পড়ে স্থানীয় গ্রাম বাাসি। গ্রাম বাসি জানান,আমরা দ্রুত এই সড়কটি মেরামত চাই,ঠিকাদার বালি ও খোয়া ফেলে রেখেছে,এজন্য আমরা এ সড়ক দিয়ে চলাচল করতে আমাদের খুবই ভোগান্তি হচ্ছে।
আমাদের এই রাস্তার উপরে পানি উন্নয়ন বোর্ড মাটি ফেলে উচু করবে বলে জানিয়েছে,রাস্তায় মাটি দিলে আমাদের বাড়ি নিচু হয়ে যাবে এবং বৃষ্টি হলে আমাদের বাড়ি পানিতে তলিয়ে যাবে,আমরা রাস্তায় মাটি চাই না,আমরা দ্রুত এলজিডি’র মাধ্যমে রাস্তাটি পিচ ঢালাই চাই,বলেও দাবি করেন গ্রাম বাসি।
তবে সড়কটি দ্রুত পিচ ঢালাই না করে,যদি পানি উন্নয়ন বোর্ড সড়কে মাটি দিয়ে উচু করতে আসে আমরা ডিসি অফিস ঘেরাও করবো বলেও মানববন্ধনে হুসিয়ারী দেন স্থানীয় গ্রাম বাসি।