
নুর হোসেন, ফেনী সংবাদদাতা ।
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের পাতলা পুকুর এলাকায় ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি এস্কেভেটর জব্দ করে অকেজো করে দিয়েছে প্রশাসন। সোমবার (১২ মে) দিবাগত রাত ৯টা ৩০ মিনিট থেকে রাত ১টা ১০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ঘোপাল ইউনিয়নের পাতলা পুকুর এলাকায় একটি ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে। এরপরই দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযানে গিয়ে দেখা যায়, একটি এস্কেভেটর দিয়ে গভীর রাত পর্যন্ত মাটি কাটার কাজ চলছে। তবে প্রশাসনিক টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার কাজে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে অবৈধভাবে ব্যবহৃত এস্কেভেটরটি জব্দ করা হলেও দুর্গম এলাকা ও পরিবহনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় সেটিকে ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়। অভিযান পরিচালনায় আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “ফসলি জমির মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে জমির উর্বরতা কমে যায় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। আমরা সতর্ক রয়েছি, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ফসলি জমির মাটি কাটা নিষিদ্ধ থাকলেও সম্প্রতি ফেনী জেলার বিভিন্ন উপজেলায় এই ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো মূল্যে এই অবৈধ কার্যকলাপ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।