
নুর হোসেন, ফেনী সংবাদদাতা
ফেনীর দাগনভূঞা উপজেলার ফসলি জমি রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ১২ মে ২০২৫ ইং, সোমবার দিবাগত রাত ১১টা থেকে মঙ্গলবার রাত ১টা ৫০ মিনিট পর্যন্ত দাগনভূঞা পৌরসভা ও রাজাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম। সার্বিক নিরাপত্তায় সহায়তা করেন আনসার সদস্যরা।
অভিযান চলাকালে বিভিন্ন স্থানে ফসলি জমির উর্বর মাটি কেটে তা বিক্রির উদ্দেশ্যে কাজের জন্য ব্যবহৃত দুটি এস্কেভেটর (ভেকু) মেশিন চিহ্নিত করা হয়। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযানের খবর পেয়ে মাটি কাটায় জড়িত দুর্বৃত্তরা পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি।
পরিস্থিতি বিবেচনায় প্রশাসন অবৈধভাবে ব্যবহৃত এক্সকেভেটর দুটি ঘটনাস্থল থেকে সরিয়ে আনা সম্ভব না হওয়ায় অকেজো করে ফেলেন, যেন ভবিষ্যতে এগুলো আর ব্যবহার করা না যায়। অভিযান শেষে এলাকাবাসীর মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফসলি জমির গুরুত্ব ও পরিবেশগত ক্ষতি সম্পর্কে তথ্য তুলে ধরেন ম্যাজিস্ট্রেট।
সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিদুল আলম বলেন,
“ফসলি জমির মাটি কাটা সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। প্রশাসন কাউকে ছাড় দেবে না। দাগনভূঞায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”
তিনি আরও জানান, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে জনসচেতনতা ও স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত জরুরি।
এলাকাবাসীর দাবি, এই অভিযান যেন এককালীন না হয়, বরং নিয়মিত পরিচালিত হয়। তারা প্রশাসনের এমন তৎপরতা প্রশংসা করে বলেন, “আমাদের কৃষিজমি রক্ষা করতে হলে এভাবেই কঠোর ব্যবস্থা নিতে হবে।”