
নুর হোসেন, ফেনী সংবাদদাতা ।
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের চম্পকনগরের শমসের গাজীর গুহা এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১২ মে ২০২৫) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
তিনি জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মাটি কেটে তা ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে মাটি কাটার প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১টি মামলা দায়ের করা হয় এবং ১ জন অভিযুক্ত ব্যক্তিকে ২,০০,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়, যা পরিবেশগত ভারসাম্য নষ্ট করে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
স্থানীয় জনগণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছে।