
নুর হোসেন, ফেনী সংবাদদাতা।
ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের টঙ্গীরপাড় এলাকায় কালিদাস-পাহালিয়া নদীতে ফিক্সড নাইলন জাল বসিয়ে মাছের স্বাভাবিক চলাচল ব্যাহত করার অভিযোগে চারজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১২ মে ২০২৫) দুপুরে এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
অভিযানে দেখা যায়, নদীর মাঝামাঝি স্থানে স্থায়ীভাবে বসানো নাইলনের জালের কারণে মাছের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে, যা জনসাধারণের স্বার্থের পরিপন্থী। দোষীরা বিষয়টি স্বীকার করলে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন:
১. আবুল হোসেন ওরফে কালা মিয়া (৪৫), পিতা- দেলোয়ার হোসেন, টঙ্গীরপাড়, ছনুয়া— ৩ মাসের কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা।
২. আবদুল জব্বার (৪৫), পিতা- আবদুল ছাত্তার, নাজিরপুর, কোর্মাকান্দা, নেত্রকোনা— ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা।
৩. আল আমিন (৩০), পিতা- মৃত আব্দুর রাশীদ, নাজিরপুর, কোর্মাকান্দা, নেত্রকোনা— ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা।
৪. মোঃ সবুজ মিয়া (৫০), পিতা- মোঃ আব্দুল সোবহান, নাজিরপুর, কোর্মাকান্দা, নেত্রকোনা— ৩ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা।
অভিযান শেষে নদীতে বসানো অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বণিক, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যবৃন্দ। এছাড়াও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।