
নুর হোসেন, ফেনী সংবাদদাতা :
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আজ শনিবার (১০ মে) দাগনভূঞা উপজেলার আতাতুর্ক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুর রহমান, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান নজির আহমদ এবং উজ্জীবক আর্ট স্কুলের প্রশিক্ষক গিয়াস উদ্দিন ভূঞা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা লাইলী ও নাহিদু হাসান। উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীলতায় উৎসাহ দেওয়া এবং শিক্ষক-অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই কাঙ্ক্ষিত শিক্ষাগুণ নিশ্চিত করা সম্ভব। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।