
নুর হোসেন, ফেনী সংবাদদাতা ।
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ফসলি জমির মাটি অবৈধভাবে কাটার দায়ে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পূর্ব ছাগলনাইয়ার মোকামিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন জিয়া উদ্দিন (৪৫), পিতা- নজির আহমেদ।
অভিযানে নেতৃত্ব দেন ছাগলনাইয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ। তিনি জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানের সময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, “ফসলি জমির মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।”