নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

ফেনী সদরে ফসলি জমির মাটি কাটায় ২ জনকে কারাদণ্ড, এস্কেভেটর ও ট্রাক জব্দ

নুর হোসেন, ফেনী সংবাদদাতা ।

ফেনী সদর উপজেলার লালপোল এলাকার দাসের পোল সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৭ মে দিবাগত রাত ১টার দিকে পরিচালিত অভিযানে একজনকে ছয় মাস এবং অপরজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

আটক দুই ব্যক্তি হলেন, সোনাগাজী উপজেলার চরমজলিশপুর এলাকার মো. খোকন (৩৫) এবং সদর উপজেলার কালীদহ ইউনিয়নের শেখ আবদুল্লাহ (২০)। তাদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী দণ্ড প্রদান করা হয়।

অভিযানের সময় সদ্য ফসল তোলা কৃষি জমির মাটি গভীরভাবে কাটায় পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যে মারাত্মক হুমকি দেখা দেয়। ফসলি জমির মাঝখানে প্রায় আধা কিলোমিটার রাস্তা তৈরি করে অন্যদের জমিও ক্ষতিগ্রস্ত করা হয়। অপরাধের মাত্রা বিবেচনা করে শাস্তি দেওয়া হয় বলে জানান ম্যাজিস্ট্রেট।

অভিযানে একটি এস্কেভেটর ও তিনটি ট্রাক জব্দ করা হয়। এস্কেভেটরটি স্পট থেকে সরিয়ে নেওয়ার সুযোগ না থাকায় সেটি অকেজো করে দেওয়া হয় এবং ট্রাকগুলো হেফাজতে রাখা হয়েছে। অভিযানে বাংলাদেশ আনসার বাহিনী সক্রিয় ভূমিকা পালন করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার বলেন, “জেলা প্রশাসন ফেনী ফসলি জমি রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেবে না। কারো পক্ষ থেকে কোনো সুপারিশ এলে শাস্তি দ্বিগুণ করার ব্যবস্থা নেওয়া হবে।”

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ