নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

ফেনী সদরের ফসলি জমিতে মাটিকাটা: অভিযানে এস্কেভেটর ও ৫টি ট্রাক জব্দ

নুর হোসেন, ফেনী সংবাদদাতা :

ফেনী সদর উপজেলার শর্শদি, পাঁচগাছিয়া ও কাজীরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া এলাকায় ফসলি জমির মাটি কাটা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (৬-৭ মে) রাত ১০টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে একটি এস্কেভেটর ও মাটিবাহী ৫টি ট্রাক জব্দ করা হয়।

অভিযানে সহায়তা করে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালে পাঁচগাছিয়া এলাকা থেকে জব্দ করা একটি এস্কেভেটর আনার সুযোগ না থাকায় সাময়িকভাবে অকেজো করে রাখা হয়। অন্যদিকে, কাজীরবাগ এলাকা থেকে জব্দ করা ২টি ট্রাক হেফাজতে রাখা হয়েছে। এছাড়া শর্শদি এলাকা থেকে জব্দ করা ৩টি ট্রাক যাচাই-বাছাই শেষে বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারায় ছেড়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, “ফসলি জমির মাটি কাটা একটি গুরুতর অপরাধ। এ ধরনের গণশত্রুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।”

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ