
নুর হোসেন, ফেনী সংবাদদাতা ।
ফসলি জমির টপ সয়েল কেটে নেওয়ার অপরাধে ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে আজ রাত (৬-৭ মে) ১০টা ৩০ মিনিট থেকে রাত ১টা ১৫ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করে প্রশাসন।
পরিবহনের সুযোগ না থাকায় ঘটনাস্থলেই এস্কেভেটরটি অকেজো করে দেওয়া হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
প্রশাসন জানিয়েছে, কৃষি জমির উর্বর টপ সয়েল কেটে নেওয়া একটি গুরুতর অপরাধ এবং এসব সমাজবিরোধী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।