নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

ফেনীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ১,৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

নুর হোসেন,ফেনী সংবাদদাতা ।

ফেনীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১,৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা।

মঙ্গলবার (৬ মে) ভোররাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ‘দোয়েল এসি স্লিপার কোচ’ (ঢাকা মেট্রো-ব-১২-২৫৪২) এ তল্লাশি চালিয়ে মো. রুবেল মৃধা নামের ওই যুবককে আটক করা হয়। বাসের ডি-২ নম্বর সিটে বসা অবস্থায় তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে ১,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ অভিযান জেলা পুলিশ সুপার জনাব হাবিবুর রহমানের সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন চার্জ (ওসি) জনাব মর্ম সিংহ ত্রিপুরা এর প্রত্যক্ষ তদারকিতে পরিচালিত হয়।

অভিযানে অংশগ্রহণ করেন ডিবির এসআই শাহাবুদ্দিন, এসআই নূর সোলেমান, এএসআই সরোয়ার, এএসআই নাছির উদ্দিন এবং কনস্টেবল মোশারফ ও জাহাঙ্গীর আলম।

গ্রেফতারকৃত রুবেল মৃধার বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-১৪, তারিখ-৬ মে ২০২৫) রুজু করা হয়েছে।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ