
নুর হোসেন, ফেনী সংবাদদাতা ।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের চিত্রাংকন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ফেনীর দাগনভূঞা উপজেলার শিক্ষার্থী নাজিফা তাহমিদ নওমী। সে আতাতুর্ক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
নওমী দাগনভূঞা উজ্জীবক আর্ট স্কুলের একজন নিয়মিত শিক্ষার্থী। তার এ অর্জনে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
উজ্জীবক আর্ট স্কুলের প্রশিক্ষক গিয়াস উদ্দিন ভূঞা বলেন, “নওমীর সৃজনশীলতা ও পরিশ্রমই তাকে এই সফলতা এনে দিয়েছে। আমরা গর্বিত, সে বিভাগীয় পর্যায়ে এমন অর্জন করেছে।”
এমন অর্জন ভবিষ্যতে অন্যান্য শিক্ষার্থীদেরও চিত্রকলার প্রতি আগ্রহী করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।