
নিজস্ব সংবাদদাতা
ব্র্যাক ব্যাংকের হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস *নাজমুর রহিম* সম্প্রতি *ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি)* পদে পদোন্নতি লাভ করেছেন। এই অর্জনে তাঁকে সম্মাননা ও শুভেচ্ছা জানাতে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং চ্যানেলের সকল এজেন্টদের পক্ষে থেকে একদল এজেন্ট রবিবার *সেপাল টাওয়ারে* তাঁর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও একটি বিশেষ স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট প্রধান *মোঃ নাজমুল হাসান*; চট্টগ্রাম রিজিয়নের রিজিওনাল কো-অর্ডিনেটর *কামরুল ইসলাম*; কবিরহাট আউটলেটের এজেন্ট *মো. মমিনুল হক*, আমাইতারা আউটলেটের তারা এজেন্ট *নাসরিন সুলতানা*; দাউদকান্দির মাষ্টার এজেন্ট *কামাল হোসেন*, ছাগলনাইয়ার এজেন্ট *আলতাফ হোসেন*, কানকিরহাট মাস্টার এজেন্ট *মো. মিজানুর রহমান*, সুবর্ণচর মাস্টার এজেন্ট *গোলাম মাওলা*, এবং মহিপাল মাস্টার এজেন্ট *জসিম উদ্দিন ফরায়েজী*।
উল্লেখ্য, *নাজমুর রহিম* ২৭ বছরেরও বেশি সময় ধরে এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও এএনজেড গ্রিন্ডলেসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হেড অব কার্ড বিজনেস, পোর্টফোলিও, ক্রেডিট কার্ড ও কনজ্যুমার ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৬ সালে ব্র্যাক ব্যাংকে যোগদান করেন এবং হেড অব রিটেইল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস বিভাগের নেতৃত্ব দিচ্ছেন।