নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে সেমিনার অনুষ্ঠিত


শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)।।

কিশোরগঞ্জের ভৈরবে স্থাপিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ডিজিটাল কনফারেন্স রুমে ৩ মে, ২০২৫ (শনিবার) তারিখে “বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনী ব্যবস্থা আধুনিকায়নে কম্পিউটার বিজ্ঞানের ভূমিকা” শিরোনামে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। অত্র বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের উদ্যোগে উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন উক্ত অনুষদের ডিন জনাব মো. আশেক আল-আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক। তিনি তার বক্তৃতায় বলেন, “জ্ঞান-বিজ্ঞানের প্রচার ও প্রসারে কম্পিউটার বিজ্ঞানের বিকল্প নেই। জাতিকে উন্নতির সোপানে যেতে হলে কম্পিউটার বিজ্ঞানে পরিপূর্ণ জ্ঞান থাকা ও অগ্রগতি সাধন করা জরুরি। একইসাথে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনী ব্যবস্থাকে অধিকতর স্বচ্ছ, গ্রহণযোগ্য ও আধুনিকায়নে কম্পিউটার বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম।”

উক্ত সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব জনাব মোঃ মঈন উদ্দিন খান। তিনি তার উপস্থাপনায় বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনী ব্যবস্থা আধুনিকায়নে কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন দিক তুলে ধরেন।

এছাড়াও উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এএফএম নাজমুস সাদাত, ব্যবসা অনুষদের ডিন ড. আকিম এম রহমান, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ