
রুকন উদ্দিন (কেন্দুয়া-নেত্রকোণা) সংবাদদাতা।।
১লা মে ২০২৫ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের আপামর শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি’র) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোণা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
এক বিবৃতির মাধ্যমে তিনি জানান- “পহেলা মে আমাদের স্মরণ করিয়ে দেয় শ্রমজীবী মানুষের অবদানের কথা, যাঁদের ঘামঝরা পরিশ্রমেই গড়ে উঠেছে জাতির অর্থনৈতিক ভিত্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণ নিশ্চিত না করে সত্যিকার উন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে দেশের শ্রমিকরা নানা দুঃসময় পার করছেন। জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে, অথচ ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার বারবার উপেক্ষিত হচ্ছে। এই অবস্থার পরিবর্তন জরুরি।”
ড. রফিকুল ইসলাম হিলালী আরও বলেন- বিএনপি সব সময় শ্রমজীবী মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা একটি কল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, যেখানে শ্রমিকের ঘামে অর্জিত অর্থ তাঁকে সম্মানজনক জীবনের নিশ্চয়তা দেবে।”