
নিজস্ব সংবাদদাতা
৩০ এপ্রিল বুধবার সকাল ১০:৩০ মিনিটে ফেনী সার্কিট হাউজ কনফারেন্স রুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি কেএম আব্দুল হাকিম এর উদ্ভোধনী বক্তব্যের মাধ্যমে কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধনকালে কেএম আব্দুল হামিদ বলেন,যে সাংবাদিকতা মিথ্যা ও চাঞ্চল্যকর তথ্য প্রচার করে তাই হচ্ছে হলুদ সাংবাদিকতা, অতএব সঠিক খবর জনগণের কাছে পৌঁছে দেয়া একজন সাংবাদিকের একান্ত দায়িত্ব, একজন সাংবাদিক চাইলে যেকোন বিষয় পটপরিবর্তনের ক্ষমতা রাখে, জুলাই আন্দোলনে আন্দোলনকারিরা ব্যতিত যখন অন্য সবাই যার যার অবস্থান থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করছিল তখন জীবনের ঝুঁকি নিয়ে সব খবর জনগণের কাছে সঠিকভাবে পৌঁছানোর জন্য যারা অগ্রনী ভূমিকা পালন করেছিল প্রকৃত পক্ষে তাদেরকে সাংবাদিক বলা যায়।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা তথ্য অফিসার এস এম আল আমিন। কর্মশালায় জেলার বাছাইকৃত ৫০ জন সাংবাদিক অংশ নেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার প্রতিনিধি (ডিএসবি) মু. সাইফুল ইসলাম, বক্তব্যে সাইফুল বলেন আইনশৃঙ্খলা বাহিনীর যাবতীয় কার্যক্রম যাদের মধ্যে দিয়ে জনগণের কাছে উপস্থাপন হয় তার উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে আপনারা যারা সঠিকভাবে কলম চালান, আমি আশাবাদী আপনারা যারা সঠিক খবর জনগণের কাছে পৌঁছান আপনাদের দ্বারা আর যাইহোক গুজব বা মিথ্যা তথ্য ছড়াবে না। সকল প্রকার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিকারের জন্য আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতায় আমরা আপনাদের সাথে সবসময় পাশে আছি।
কর্মশালায় দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম, কাউন্সিলের উপসচিব মোঃ আব্দুস সবুর।
কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।