নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নার্সিং ডিপ্লোমাকে স্নাতক সমমান করার দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও সংবাদদাতা।।

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন।

এসময় তারা বলেন, এইচএসসি পাশের পর ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করে তিন বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হয়। এরপর এক বছর হাসপাতালে ইন্টার্নশিপ করে মোট চার বছর পরেই নার্সদের এইচএসসি সমমানের সার্টিফিকেট দেয়া হয় যা বৈষম্যপূর্ণ। তাই ডিপ্লোমা ইন নার্সকে স্নাতক সমমানের করা যৌক্তিক দাবি আমাদের। তা না হলে কঠর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচীতে ঠাকুরগাঁয়ের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিড ওয়াইফারি এর প্রায় ৪ শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ