নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

এ বি পার্টি ফেনী জেলা কার্যালয় উদ্বোধন

ফেনী প্রতিনিধি।।

২৬ এপ্রিল , শনিবার বিকাল ৩ টায় ফেনী শহরের জুম্মা মার্কেটের ৪র্থ তলায় ফেনী জেলার নতুন কার্যালয় উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফেনী জেলা এবি পার্টির সদস্য সচিব প্রফেসর ফজলুল হক এর সঞ্চালনায় ও মাস্টার আহসানুল্লাহ এর সভাপতিত্বে কার্যালয় উদ্বোধন করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মন্জু।
উদ্ভোধন কালে তিনি বলেন গণ-অভ্যুত্থানে সম্পৃক্ত রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের মধ্যে বিভেদ কমিয়ে সমঝোতায় না পৌঁছালে সংস্কার, ফ‍্যাসিবাদের বিচার ও নির্বাচন—সবকিছুতেই অনিশ্চয়তা সৃষ্টি হবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের বাইস চেয়ারম্যান লে. কর্নেল দিদারুল আলম,সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল।
উদ্বোধনীকালে বক্তারা আরো বলেন সাম্য, ন্যায় ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবি পার্টি জনগণের পক্ষে অভিভাবকের ভুমিকা পালন করবে সবসময়।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ