
তালতলী বরগুনা সংবাদদাতা।।
বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবাগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর গেন্ডামারা গ্রামের শতাধিক কৃষক আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিলের খাল পুনঃখননের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনটি অনুষ্ঠিত হয় গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বিলের খালপাড়ে। খালটি দীর্ঘদিন খনন না করায় এটি মাটি ও আগাছায় ভরাট হয়ে গেছে। ফলে কৃষকদের সেচের পানির সংকট তৈরি হয়েছে, যা কৃষি উৎপাদনকে চরমভাবে ব্যাহত করছে।
মানববন্ধনে অংশ নেন এলাকার কৃষক খলিলুর রহমান,আব্দুল মজিদ , আব্দুল কাদের , মোঃ সুলতান হাওলাদার, ও দেলোয়ার আকন। তারা বলেন, খালটি একসময় এলাকার প্রাণ ছিল, এখন সেটি পরিণত হয়েছে বন্ধ জলাশয়ে।
কৃষক খলিলুর রহমান বলেন, “এই খালটা ছিল আমাদের একমাত্র ভরসা। এখন জমি আছে, কিন্তু পানি নেই। কিভাবে চাষ করবো?”
কৃষক আব্দুল মজিদ বলেন বলেন, “আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু আজও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। খাল খনন না হলে আমরা দুর্ভিক্ষের মুখে পড়বো।”
কৃষক মোঃ সুলতান হাওলাদার বলেন, “শুধু আমরা না, পুরো গ্রাম আজ এই খালের কারণে কষ্টে আছে। এটা এখনই খনন করতে হবে।”
কৃষক আব্দুল কাদের বলেন বলেন, “যেখানে আগে ধান হতো, এখন সেই জমিতে পানির অভাবে ফাটল ধরেছে। সেচের পানি ছাড়া চাষ করা অসম্ভব।”
কৃষক হারুন হাওলাদার বলেন আমাদের ইউপি চেয়ারম্যানের কাছে একাদিক বার আবেদন করার পরও কোন সুরাহ পেলাম না
মানববন্ধন শেষে কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, উত্তর গেন্ডামারার এই বিলটি তালতলীর অন্যতম কৃষিনির্ভর এলাকা। খালটির পুনঃখনন হলে এখানকার শতশত কৃষক আবারও চাষাবাদে ফিরতে পারবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।