নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

চট্টগ্রাম প্রেসক্লাবে ‘রাজনীতি ও নাগরিক হিসেবে নারী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ওমর ফারুক,বিশেষ সংবাদদাতা, পার্বত্য চট্টগ্রাম।

জাতীয় সংসদের সংরক্ষিত আসনকে নারীর জন্য অমর্যাদাকর উল্লেখ করে সোমবার (২১ এপ্রিল ২০২৫) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘রাজনীতি ও নাগরিক হিসেবে নারী’ শীর্ষক আলোচনা সভায় জাতীয় সংসদের ১০০ আসনে সরাসরি নারীদের নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নারী সেলের নেতৃবৃন্দ।

এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন, যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও উত্তরাঞ্চলীয় সংগঠক রাসেল আহমেদ প্রমুখ।
জুলাই ২০২৪, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ভবিষ্যতে নারীদের ক্ষমতায়নের জন্য নিজেদের লড়াই অব্যাহত রাখতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে নারীদের বড় একটা ভূমিকা ছিল। বিপুলসংখ্যক নারী রাজপথে নেমে এসেছিল দেশের জনগনকে মুক্তি দিতে। অতীতের আন্দোলন সংগ্রামে নারীদের অবদান ছিল। কিন্তু নারীদের কে সমাজে সেভাবে মূল্যায়ন করা হয়নি কখনো। জুলাই গণঅভ্যুত্থান আমাদের সামনে সুযোগ করে দিয়েছে। নারীদের যে ত্যাগ তার মূল্যায়ন করতে হবে এনসিপি নেতৃবৃন্দ বলেন।

তারা আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীই নারী। আর অর্ধেক জনগোষ্ঠী নারীকে পিছনে ফেলে বাংলাদেশ উন্নয়ন অসম্ভব। নারীদের মেধা ও যোগ্যতাকে জাতির বৃহত্তর স্বার্থে কাজে লাগানোর সুযোগ করে দিতে হবে। কমিশনের প্রস্তাব অনুযায়ী ১০০ নারী সরাসরি এনসিপি সংস্কারনেতৃবৃন্দ বলেন, সংসদে যাবে।
এই প্রস্তাবের যারা ষড়যন্ত্র করবে, তাদেরকে আগামী ইলেকশনে প্রত্যাখ্যান করা হবে জানান নেতাকর্মীরা।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ