নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

ছাত্রজনতার মিছিলে হামলা, ফুলবাড়ীতে যুবলীগ- ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার 

সিদ্দিকুর রহমান শাহীন, ফুলবাড়ী (কুড়িগ্রাম)সংবাদদাতা।।

ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যুবলীগ – ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি  আমিনুল ইসলাম ওরফে টিটি আমিনুল ( ৪৫) এবং কাশিপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান জ্যোতি (২৮)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, আসামীদ্বয় তালিকাভুক্ত ফ্যাসিস্ট। শেখ হাসিনার দেশত্যাগের পর গত ৪ আগষ্ট ফুলবাড়ী থানায় ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ০৬(০৮)২৪ নম্বর মামলার তদন্তে আমিনুল ইসলামের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পাওয়া গেছে।  অন্যদিকে আসামী জিল্লুর রহমান ফুলবাড়ী থানার ১৯(১)২৫ নম্বর মামলার এজাহার নামীয় আসামী।

সোমবার রাতে উপজেলার বেড়াকুটি ও গংগারহাট বাজারে  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার  সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ