
এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব।।
ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রবিবার রাত ১১টা হতে ১.৪৫টা পর্যন্ত উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ নামক এলাকায় অভিযান চালানো হয়।
এসময় অবৈধভাবে মাটি পরিবহনের কাজে নিয়োজিত ২টি পিকআপ জব্দ করা হয়।এবং ২টি এস্কেভেটর অকেজো করা হয়।
অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
জব্দকৃত পিকআপের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কর্তনকারী মাটি সন্ত্রাসী, সমাজবিরোধী, দুর্বৃত্ত ও ফেনীর গণমানুষের এসব শত্রুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।