নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

কুবির ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে উপস্থিতি হার ৬৭% ও ‘গ’ ইউনিটে ৭৭%

নাঈম,কুবি সংবাদদাতা।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা কমিটির সূত্র অনুযায়ী, ‘গ’ ইউনিটে ১২টি কেন্দ্রে ৯ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৬৪৬ জন। উপস্থিতির হার ৭৬.৮৩ শতাংশ।
অন্যদিকে, ‘ক’ ইউনিটে ৩০টি কেন্দ্রে ৩২ হাজার ৬৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২১ হাজার ৯৯৯ জন। এতে উপস্থিতির হার ছিল ৬৭.৫৩ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, “আজকের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমি নিজে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনের কড়া নজরদারি, ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিএনসিসি ও রোভার স্কাউটদের কার্যকর তৎপরতায় নিরাপত্তা নিশ্চিত হয়েছে।”
তিনি আরও বলেন, ‘খ’ ইউনিটের পরীক্ষাতেও একই পরিবেশ বজায় থাকবে বলে আশা করি।” পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “পরীক্ষার সার্বিক পরিবেশ ছিল ভালো। কোথাও কোনো সমস্যা হয়নি। ‘খ’ ইউনিটের পরীক্ষাতেও সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।”

ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবার কুবি স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করেছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, বিএনসিসি, রোভার স্কাউট, সাংবাদিক এবং শিক্ষার্থীদের ভূমিকা ছিল প্রশংসনীয়। পরিবহন ও নিরাপত্তা ব্যবস্থায় শিক্ষার্থীরাও সহায়তা করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম জানান, “গত এক সপ্তাহ ধরে সবাই কঠোর পরিশ্রম করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা থাকবে।”

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়, পরীক্ষার হলে প্রবেশের সময় সকলের কান, চোখ ও মুখমণ্ডল পরীক্ষা করা হবে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রের গেটে প্রবেশের অনুমতি মিললেও, হলের ভেতরে ঢুকতে পারবে ৩০ মিনিট আগে থেকে। নির্ধারিত সময়ের পরে কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
ক্যালকুলেটর, মোবাইল, ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ব্যাগ আনা যাবে, যা হলের নির্দিষ্ট স্থানে জমা রাখতে হবে।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ