নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

ঝিনাইগাতীতে নিহত দুই আদিবাসী পরিবারের পাশে সাবেক এমপি রুবেল

মুহাম্মদ আবু হেলাল,শেরপুর সংবাদদাতা।।

শেরপুরের ঝিনাইগাতীতে কূয়া খনন করতে নেমে শ্বাসরুদ্ধ হয়ে নিহত দুই আদিবাসী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া ও নয়া রাংটিয়া গ্রামে নিহত ওই দুই পরিবারকে নগত আর্থিক সহায়তা প্রদান করেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

এসময় সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। এই পরিবারগুলোকে শুধু আর্থিক সহায়তা নয়, পরবর্তীতে গৃহপালিত পশু সহ অন্যান্য সহযোগিতা করার পরিকল্পনাও রয়েছে।

উক্ত সহায়তা প্রদানকালে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. রুকনুজ্জামান,বাইশ গ্রামের কোচ সমাজ পরিচালনা আহ্বায়ক কমিটির প্রধান রুয়েল কোচ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উল্লেখ্য, চলতি মাসের ১৩তারিখ বিকেলে কূয়া খনন করতে গিয়ে নারায়ন কোচ ও নিরঞ্জন কোচ মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেন।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ