
ফজলুর রহমান,নাটোর সংবাদদাতা।।
নাটোরের বাগাতিপাড়ায় বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক,গ্রাম্য থিয়েটারের উদ্যোগে নানা আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে নববর্ষ ১৪৩২ এর শুভ সূচনা করেন উপজেলা প্রশাসন, এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করেন।
অপর দিকে বকুল স্মৃতি থিয়েটার এর উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বিহারকোল মোড় থেকে উপজেলা পরিষদ চত্বর প্রদর্শন করেন,এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আনন্দ শোভাযাত্রা মালঞ্চি বাজার থেকে বিহারকোল বাজার পর্যন্ত যায় এবং আদিবাসী গোষ্ঠী পক্ষ থেকে এক শোভাযাত্রা বের করা হয়, তাতে নানা রং বেরঙের ব্যানার ফেসটুন, ঘোড়াগাড়ী,পালকি ও গ্রাম্য বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যপূর্ন ব্যবহৃত সরঞ্জাম প্রদর্শিত হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন স্থানে “বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য” শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পান্তা উৎসব, গ্রামীণ লাটিখেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে দেখা যায়।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা মীম তাবাসসুম প্রভা, কৃষি অফিসার ভবসিন্ধু রায়, ইবনে জামান মোহাম্মদ ফয়জুল কবির তিতাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাবনিরা আনাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।
এছাড়াও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনে অংশ নেন।