নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

ফুলবাড়ীতে ব্যবসায়ীর আড়াই লক্ষাধিক টাকা ছিনতাই

সিদ্দিকুর রহমান শাহীন, ফুলবাড়ী, কুড়িগ্রাম।।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছুরি ঠেকিয়ে এক বিকাশ ব্যবসায়ীর আড়াই লক্ষাধিক টাকা ছিনতাই করেছে অজ্ঞাত তিন ছিনতাইকারী।

শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১১ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ফুলবাড়ী- বালারহাট সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার বিকাশ ব্যবসায়ীর নাম তাজুল ইসলাম (৩২)। তিনি নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং বালারহাট বাজারের তিন্নি স্টোর নামের একটি বিকাশের দোকানের মালিক।

ভুক্তভোগী তাজুল ইসলাম জানান, আকষ্মিক ভাবে অপরিচিত তিনজন লোক ছুরি নিয়ে আমার উপর আক্রমণ করে টাকার ব্যাগ টানা হেঁচড়া করে। তারপরও আমি টাকার ব্যাগ ছেড়ে না দিয়ে চিৎকার দেই। একবার চিৎকার করার পর তারা আমার মুখে মাটি- বালু ঢুকিয়ে দিয়ে মুখ চেপে ধরে। তখন বাধ্য হয়ে টাকার ব্যাগ ছেড়ে দেই। ব্যাগে আড়াই লাখের কিছু বেশি টাকা ছিল। পরে রাতেই ফুলবাড়ী থানায় গিয়ে  ছিনতাইয়ের ঘটনা অবগত করি।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনাটি রাতেই শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ