নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

সংস্কার কমিশনের সদস্য ড. হাফিজুর রহমানকে কেন্দুয়া প্রেসক্লাবের সংবর্ধনা

রুকন উদ্দিন, কেন্দুয়া, নেত্রকোণা।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশন-২০২৪ এর সদস্য মনোনীত হওয়ায় সাবেক সচিব কেন্দুয়া’র কৃতি সন্তান ইতিহাসবিদ ড. হাফিজুর রহমান ভূঞা’কে কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে প্রেসক্লাব অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়।

কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট ঠিকাদার মো. সেকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন- কেন্দুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার আহমদ, সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাট্যকার রাখাল বিশ্বাস, সদস্য আশরাফ উদ্দিন ভূঞা, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. লাইমুন হোসেন ভূঞা, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী, সায়মা শাহজাহান একাডেমীর প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান মোসলেম, সাবেক ছাত্রনেতা মজনু রহমান খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদ খোকন প্রমূখ।

এছাড়াও মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নুরুল হুদা, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, শেখ কামাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিল বাহার খান, পাঠাগার সম্পাদক মো. আব্দুল্লাহ, অর্থ সম্পাদক মতিউর রহমান, রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি লুৎফর রহমান ভূঞা, শিক্ষক সাহাবুল, কাজল খান, উপজেলা যুবদলের সদস্যসচিব আতাউল হক মিন্টু সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধান অতিথি ড. মো. হাফিজুর রহমান ভূঞা ১৯৫৫ সালে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৭নং মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন, তাঁর পিতা, মৃত সুরুজ আলী যিনি একজন ব্যবসায়ী ছিলেন।

ড. মো. হাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালের প্রাণিবিদ্যা বিভাগ হতে অনার্স ও মাস্টার্স সহ ইতিহাস বিভাগে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং ১৯৮২ সালে নিয়মিত ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের মাধ্যমে কর্মজীবন শুরু করেন যা পরবর্তীতে প্রশাসনের বিভিন্ন উচ্চ পর্যায়ে পদোন্নতি পেয়ে দায়িত্ব পালন শেষে সর্বশেষ ২০১৫ সালে সরকারের সচিব হিসেবে চাকরিজীবন হতে পূর্ণ অবসর গ্রহণ করেন।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ