নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণে মুক্তিযুদ্ধ প্রজন্ম দল নেতা

এম.পলাশ শরীফ,মোরেলগঞ্জ সংবাদদাতা।।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী ঠাকুরকাচারী শ্রী শ্রী সার্বজনীন সেবাশ্রম মন্দিরে ৭৪ তম ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে নজর কাড়েন কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ প্রজন্মদলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন।

ধর্মীয় এই পবিত্র আয়োজনের পাশাপাশি স্থানীয় রাজনীতিতেও ছিল ইব্রাহিমের দৃপ্ত পদচারণা। তিনি শুধু একজন পর্যবেক্ষক নন, বরং এই আয়োজনে একজন বন্ধুবৎসল নেতা হিসেবে উপস্থিত হন। যজ্ঞস্থলে আগত ভক্তদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তিনি একটি আন্তরিক পরিবেশ সৃষ্টি করেন।

অনুষ্ঠান শেষে ইব্রাহিম হোসেন তাঁর সহকর্মীদের নিয়ে বারইখালীর আশপাশের এলাকায় সরাসরি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার লিফলেট। স্থানীয় বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গণসংযোগকালে তিনি বলেন, “জনগণের মাঝে সত্য তথ্য পৌঁছে দেওয়াই আজকের চ্যালেঞ্জ। আমাদের এই ৩১ দফা দেশের ভবিষ্যতের দিকনির্দেশনা বহন করে।”

প্রসঙ্গত, এই মহানাম যজ্ঞ শুরু হয় শুক্রবার (৪ এপ্রিল) রাতে “ওঁ নমঃ ভগবতে বাসুদেবায়” মন্ত্রধ্বনির মধ্য দিয়ে, যা চলে ১৬ প্রহরব্যাপী। মূল যজ্ঞ আয়োজিত হয় ৫ ও ৬ এপ্রিল (২২ ও ২৩ চৈত্র)। এতে খুলনা, গোপালগঞ্জ, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলের খ্যাতনামা ভক্তগণ অংশগ্রহণ করেন।

উত্তর সুতালড়ীর যুব সমাজের সক্রিয় সহযোগিতায় আয়োজিত এই ধর্মীয় উৎসবের আহ্বায়ক ছিলেন সত্যরঞ্জন হালদার, সদস্য সচিব মনোরঞ্জন গোলদার এবং কোষাধ্যক্ষ সৈলানদোনাথ মন্ডল।

এই আয়োজনে মোঃ ইব্রাহিম হোসেনের অংশগ্রহণ শুধু আনুষ্ঠানিকতা ছিল না; বরং তা ছিল জনসম্পৃক্ত রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ