
এম.পলাশ শরীফ,মোরেলগঞ্জ, বাগেরহাট।।
বাগেরহাটের মোরেলগঞ্জের পুটিখালী ইউনিয়নের অরাজনৈতিক সামাজিক উন্নয়ন ও সেবামূলক প্রতিষ্ঠান সোনাখালী আদর্শ যুব সংঘের উদ্যোগে রবিবার ২৯ রমজানে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷
ইফতার পূর্বে আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন জাতীয়তাবাদী বন্ধুদল কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাগেরহাট জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক, বাগেরহাট ৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক শরীফ মোস্তফা জামান লিটু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাখালী আদর্শ যুব সংঘের সভাপতি মোঃ মামুন হাওলাদার।
অন্যনের মধ্যে আলোচনা করেন যুব সংঘের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মশিউর রহমান কবির মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদার, ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মজিদ ফরাজি, ইউনিয়ন জামাত ইসলামীর সহ-সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম ,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ রেজাউল মোল্লা সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম সোহেল, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ৭১, ঢাকা মহানগর উত্তর যুগ্ন আহবায়ক সুমন ফরাজী প্রমুখ।
দোয়া পরিচালনা করেন সোনাখালি আহলে হাদিস জামে মসজিদ এর পেশ ইমাম মোঃ আবু সাঈদ সালাফী।