নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

কেন্দুয়া’র গণমাধ্যমকর্মী ও সর্বসাধারণের সম্মানে ইফতার মাহফিল

রুকন উদ্দিন,কেন্দুয়া, নেত্রকোনা।।

নেত্রকোণার কেন্দুয়ায় বৃহস্পতিবার (২৭ মার্চ) কেন্দুয়া উপজেলা পাবলিক হল অডিটোরিয়ামে উপজেলার ওলামা মাশায়েক, স্থানীয় গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ ও সর্বসাধারণের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া ও ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম নাজমুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. লাইমুন হোসেন ভূঞা, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, ৮নং বলাইশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মল্লিক তালুকদার প্রমূখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক ও পালা নাট্যকার রাখাল বিশ্বাস, রফিকুল ইসলাম, আবুল কাশেম আকন্দ, মহিউদ্দিন সরকার, হুমায়ুন কবির, রুকন উদ্দিন, শাহ্ আলী তৌফিক রিপন, কোহিনূর আলম, কাওসার তালুকদার, লুৎফুর রহমান হৃদয়, মোফাজ্জল হোসেন, লাভলী আক্তার সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও সকল পর্যায়ের ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত সহ সকলের শারীরিক ও মানসিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন হয়।

উল্লেখ্য দোয়া ও ইফতার মাহফিল আয়োজনের সার্বিক পৃষ্ঠপোষক ছিলেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ