নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

স্বপ্নের দোকানে ১০ টাকার বিনিময়ে ঈদবস্ত্র ক্রয়ের সুযোগ

নুজাইমা নুসরাত নোভা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।।

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইদের খুশি ছড়িয়ে দিতে এবং শ্রেণি বিভাজন দূরীকরণের নিমিত্তে  নারায়নগঞ্জের আড়াইহাজারের বিদ্যাপীঠ ইউনাইটেড স্কুল এন্ড কলেজের সংগঠন ইউনাইটেড ওয়েল ফেয়ার ক্লাবের স্বপ্নের দোকানে ১০ টাকার বিনিময়ে প্রায় ৬০০ সুবিধাবঞ্চিত শিশুদেরকে ইদবস্ত্র ক্রয়ের সুযোগ করে দিয়েছে।

বৃহস্থপতিবার (২৭ মার্চ) বিদ্যাপীঠ প্রাঙ্গনে সকাল ১১ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মো: জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ ।

অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন সাজ্জাদ হোসেন,উপজেলা নির্বাহী অফিসার, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরকে ক্লাবের ব্যাচ পরিয়ে বরণ করেন ইউনাইটেড স্কুল এন্ড কলেজ থেকে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা।

শুভেচ্ছা উপহার হিসেবে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা তুজ জোহরা পপি ম্যাডামের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি পাঞ্জাবি তুলে দেয়। এছাড়াও শুভেচ্ছা স্মারকগুলো অতিথিরা উচ্চমূল্যে কিনে নেয় যা থেকে প্রাপ্ত অর্থ পরবর্তী দরিদ্র শিশুদের জন্যই ব্যবহার করা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্যরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত প্রতিষ্ঠান প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃস্থানীয় কর্মীগণ।

আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাবের কো-অর্ডিনেটর জাহিদুল ইসলাম, এডভাইসর ফাতেমা-তুজ-জোহরা পপি সহ অন্যান্য সদস্যরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষ মানুষের জন্য কথাকে হৃদয়ে ধারণ করে শিক্ষার্থীরা যে কাজ করছেন তা তাদের মানবিক মূল্যবোধকে জাগিয়ে তুলছে। তিনি অন্যান্য ধর্মের অনুষ্ঠানে এ ধরনের উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।

অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম যেন প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে মানবিকভাবে বেড়ে উঠতে পারে সেজন্যই আমাদের ওয়েলফেয়ার ক্লাব। এ স্বপ্নের দোকানের মাধ্যমে যে মানবিকতাবোধ ও দায়িত্ববোধের সৃষ্টি হবে, তা দ্বারাই শিক্ষার্থীরা পরবর্তীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

সহকারী শিক্ষক ও ক্লাবের কো-অর্ডিনেটর জাহিদুল ইসলাম বলেন, পরিশ্রম ছাড়া কোনো কাজেই যেমন সফলতা অর্জন করা যায় না তেমনি মানবিকতা ছাড়া সুন্দর সমাজ গঠন করা যায় না। শিক্ষার্থীদের মানবিকতা চর্চায় আমাদের এই ক্লাব।

ইউনাইটেড স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক এবং ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাবের এডভাইসর ফাতেমা-তুজ-জোহরা পপি জানান, ১০ টাকার বিনিময়ে ইদবস্ত্র কেনার সুযোগ করে দেওয়ার মূল উদ্দেশ্য ছিন্নমূল শিশুদের নিজ হাতে ইদের কেনাকাটা করার আনন্দ উপভোগ করানো। 

এ সময় স্বপ্নের দোকান থেকে পোশাক কিনতে আসা শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ দেখতে পাওয়া যায়।

ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাবের মূল স্লোগান ‘লেটস হেল্প’কে সামনে রেখে সদস্যরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ক্লাবটি ২০২২ সালে সিলেটে এবং ২০২৪ সালে ফেনীতে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছিল। আগামীতেও ক্লাবটি এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর। 

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ