নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

নিবন্ধন এর যাবতীয় তথ্য নিচে আছে।

ফেনীতে জুলাই ২৪ শহীদ চত্বর শুভ উদ্বোধন

মুহাম্মদ মোশাররফ হোসাইন, নিজস্ব সংবাদদাতা

জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক নতুন সূচনা। দীর্ঘ ১৬ বছর এ দেশে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা সরকারকে এদেশ থেকে বিতাড়িত করতে যাদের আত্মত্যাগে ও শাহাদাত বরণ হয়েছে, তাদের এ স্মৃতি আগামী প্রজন্মের জন্য শিক্ষা ও অনুপ্রেরণা হিসেবে প্রতিষ্ঠিত থাকতে জুলাই বিপ্লবের স্মরণে ফেনী শহরের

সদর হাসপাতাল মোড় কে ২৪ শহীদ চত্ত্বর হিসেবে জেলা প্রশাসকের পক্ষ থেকে ঘোষণা করা হয়। এবং তা ২৬ মার্চ বুধবার উদ্ভোধন করা হয়।

উদ্ভোধন ঘোষণাকরেন উপস্থিত  ফেনী জেলা প্রশাসক,সাইফুল ইসলাম ,পৌর প্রশাসক ,গোলাম মোহাম্মদ বাতেন ,পৌর নির্বাহী প্রকৌশলী ,জাকের হোসেন  আরো উপস্থিত ছিলেন – জুলাই-২৪ এর শহীদের পরিবারবর্গ ও আহত সহযোদ্ধারা এবং জুলাই  আন্দোলনের বিপ্লবীরা।

এ রকম আরো সংবাদ

সোশ্যাল মিডিয়া

35,000SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ