
ওমর ফারুক জুয়েল, খাগড়াছড়ি সংবাদদাতা
আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরসহ দেশব্যাপী সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং গুরুত্বপূর্ণ ভবন সজ্জিত।
২৬ মার্চ সকালে ঢাকাসহ সারাদেশে প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা। সূর্যোদয়ের সাথে সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। বিদেশি কূটনীতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও দেশব্যাপী জেলা ও উপজেলার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে দেশের সর্বস্তরের জনগন।
সেই ধারাবাহিকতা বজায় রেখে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা কর্তৃক পিসিসিপি কেন্দ্রীয় নির্দেশনায় শহীদ স্মৃতিসৌধে পুষ্প অর্পণে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সম্মানিত সভাপতি পিসিসিপি খাগড়াছড়ি জেলার জনাব মো. সোহেল রানা, মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক পিসিসিপি খাগড়াছড়ি জেলা, মো.মনোয়ার, সাধারণ সম্পাদক, পিসিসিপি খাগড়াছড়ি সদর, মোঃ মেহেরাজ হোসেন মেহেদী, দপ্তর সম্পাদক খাগড়াছড়ি সদরসহ জেলার বিভিন্ন উপজেলার ইউনিটের নেতৃবৃন্দ। সকল নেতৃবৃন্দ মহান স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশপ্রেমিক শহীদদের প্রতি শ্রদ্ধা চিরকাল অব্যাহত থাকবে বলে জানান।